ভক্তদের জন্য দ্বিতীয় গান ‘তাহসান ও ব্যান্ড’। এক বছর পর এটি ভক্তদের জন্য উপহার বলে জানিয়েছেন তাহসান নিজেই। লাইভ রেকর্ড করা গান নিয়ে আশাবাদী এই নায়ক ও গায়ক। গানের কথায় নিজের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরেছেন তিনি।
শুটিং ইউনিট থেকে তাহসান বলেন, “একটি ব্যান্ড দিয়ে শুরু করেছিলাম। পরে একক সঙ্গীতও করেছি। কিন্তু ব্যান্ডের শ্রোতাদের অনেক বছর ধরে নিয়মিত গান গাইতে হয় না। আগের মতোই এই গানটি করেছি উন্নত শ্রোতাদের জন্য। গানটা বুঝুন।
আমার ব্যান্ডের সব গানই তাদের জন্য। কারণ, ব্যান্ডের সবসময় আলাদা শ্রোতা থাকে তাদের জন্য বিশেষ উপহার।’
তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম চমক ছিল ‘প্রতিবাদী গান’। গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। এক বছর বিরতির পর এল নতুন গান।
গানটি সম্প্রতি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি দিয়ে ভক্তদের সামনে সাদাকালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ বিয়োগান্ত কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে।
আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলেট করতেই সাদাকালোভাবে উপস্থিত হওয়া।’
এর আগেও তাহসানের বই ‘অনুভূতির অভিধান’–এ বইয়ে ব্যক্তিগত বিষয় উঠে এসেছে। এবার ‘বিয়োগান্ত’ গানের কথায় নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করলেন তিনি। তাহসানের লেখা গানটির সুর করেছেন তাহসান ও ব্যান্ডের সদস্যরা।
ব্যান্ড থেকে নিয়মিত গান করার কথা বলতে গিয়ে তাহসান বলেন, “আমি লাইভে নিয়মিত পারফর্ম করছি। এখন থেকে নিয়মিত রক গান করব। ব্যান্ড নিয়ে আরও বেশি ভোকাল হচ্ছি। সেই সময়ে করা গানগুলো আবার রিলিজ করব। কালো।’