শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
Menu

গাজীপুরে বালুর ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ জন নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 12, 20233:20 pm

গাজীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের একজন আরিফুল জেলার শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে, নিহত অন্যজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালের মর্গে গিয়ে ২ জনের মরদেহ পাওয়া গেছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, জরুরি বিভাগে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেলিম নামের অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মৃত আরেকজনের পরিচয় জানা যায়নি।