মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
Menu

গাছে গাছে আম ও লিচুর মুকুল কৃষকের মুখে হাঁসি।

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 16, 20223:17 pm

দিনাজপুরে আম লিচুর গাছে গাছে নির্ধারিত সময়ের আগেই উঁকি দিচ্ছে মুকুল ইতিমধ্যেই বেশকিছু গাছের সবুজ পাতার ওপর আচ্ছাদিত হয়ে পড়েছে সাদা মুকুলে আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় আম লিচুর ভালো ফলন হবে বলে জানায় কৃষক কৃষি বিভাগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ আম গাছেই মুকুল এসেছে। সাদা রঙের মুকুল শোভা পাচ্ছে গাছে গাছে। এই এলাকার বাগান মালিক মানিক জানান, এবার আগেভাগে তার আমের গাছে মুকুল এসেছে। গাছের মুকুল ধরে রাখতে বাগান পরিচর্যা করছেন তিনি। আবহাওয়া অনুকূল থাকলে এবার ফলন ভালোই হবে। শুধু আম নয়, লিচু খ্যাত দিনাজপুরের লিচু গাছেও শোভা পাচ্ছে মুকুল।

দিনাজপুর হর্টি কালচার সেন্টারের উপপরিচালক জানান, এবার একটু আগেই আম লিচু গাছে মুকুল এসেছে। জেলায় এবার হাজার ৬৯০ হেক্টর জমিতে আমের গাছ এবং হাজার ৪৮০ হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে তাতে এবার ভালোই ফলন হতে পারে