সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
Menu

গর্ভেস্থ সন্তান হারিয়ে শোকে কাতর ব্রিটনি স্পিয়ার্স

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 17, 20224:04 am

মা হবার আগেই সন্তান হারালেন সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। এপ্রিলেই ঘোষণা দিয়েছিলেন প্রেমিক স্যাম আসগারির সন্তানের মা হচ্ছেন তিনি। এর এক মাসের মাথায় শনিবার ব্রিটনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে জানান তাঁর গর্ভপাতের খবর।সেই বার্তায় লেখা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমরা আমাদের মিরাকল সন্তানকে হারিয়েছি। যে কোনও বাবা-মায়ের জন্যই এটা একটা বিধ্বংসী সময়। গত সেপ্টেম্বরে বহুদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন গায়িকা। গত বছরই বাবার কর্তৃত্ব থেকে মুক্ত হন ব্রিটনি স্পিয়ার্স। ব্যক্তি জীবন থেকে কেরিয়ারের সব দায়িত্ব তাঁকে ফিরিয়ে দিয়েছিল আদালত। এর আগে প্রাক্তন স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে ব্রিটনির দুই ছেলে রয়েছে। ব্রিটনির জীবনের সব দায়িত্ব আদালত তুলে দিয়েছিল তাঁর বাবার হাতে ৷ ব্রিটনির অভিযোগ ছিল তাঁর জীবনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমনকী তাঁর বিয়েও আটকে রাখা হয়েছে এবং তিনি যাতে মা হতে না পারেন, সে জন্য তাঁকে জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানো হচ্ছে। ১৩ বছর ধরে লড়াই চালানোর পর গেল বছরের নভেম্বরে গায়িকার থেকে কনজারভেটরশিপ তুলে নেয়া হয়। এরপরেই জীবনকে নতুন করে সাজাতে শুরু করেন ব্রিটনি স্পিয়ার্স।