দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসেও আর ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১২। এদিন অ্যান্টিজনসহ ২ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ১২৪ জন। দৈনিক সংক্রমণের হার ৫ দশমিক ৪৯। শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ২ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৫৯। এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৯ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার গড় ৯৭ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১ নারী প্রাণ হারিয়েছেন। তার বয়স ৫১ থেকে ৬০ এর মধ্যে। তিনি সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় এ পর্যন্ত ১৮ হাজার ৭৭১ জন পুরুষ এবং ১০ হাজার ৬৪১ জন নারীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৪ জন।
প্রকাশ : October 22, 20221:33 pm
