রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
Menu

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৩১৩ মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 20, 20236:42 am

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু এবং ৬৭ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৬ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মানি। দেশটিতে একদিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৬০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮০৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ১০ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ১২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৩০৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।