সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
Menu

খুঁটিতে বেঁধে শিশুকে নির্মম নির্যাতন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 12, 202211:13 am

চুয়াডাঙ্গায় টাকা চুরির অপবাদে আবদুর রহমান (১০) নামে এক শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রবিবার সদর উপজেলার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউস’ নামের দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আবদুর রহমান দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। নির্যাতিত আবদুর রহমান জানান, রবিবার দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে মায়ের দোয়া ফ্যাশন হাউজে যায়। কিছুক্ষণ পর দোকানের লোকজন তাকে টাকা চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে এবং শারীরিক নির্যাতন করে। দোকান মালিক আলী আহমদ বলেন, প্রায়ই দোকানে চুরির ঘটনা ঘটে। এতে তারা অতিষ্ঠ ছিল। রবিবারও দোকানে চুরির ঘটনা ঘটলে শিশুটিকে আটক করা হয়। তাকে কিছুক্ষণ বেঁধে রাখা হয়, তবে মারধর করা হয়নি। দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে মুক্ত করে আনা হয়। একটি শিশুকে চুরির অপবাদ দিয়ে বেঁধে রাখা দুঃখজনক। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • জেলার খবর