শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
Menu

খালেদা জিয়ার শাস্তির মেয়াদ শেষ হয়নি, ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 10, 20233:21 pm

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কিনা তা আদালত ঠিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন তার শাস্তির মেয়াদ শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করে। শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, তিনি এখন যেখানে আছেন সেটা আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদারতা, মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন এবং তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে তার সাজা বাতিল হয়ে গেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলছে এটা তার মহানুভবতা। শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন, কী রাজনীতি করবেন সেটা আদালতের জাজমেন্টের ওপর নির্ভর করে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে আন্দোলনের সূচনা করেছে, সেই আন্দোলনে যখন ভাটার টানে ম্রিয়মান হয়ে পড়ে, তখন তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায়, আবোল-তাবোল বকে। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না, পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে। মন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতার ছিল, সে সময় তারা বিলাসী জীবন যাপন করেছে, এখনও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে পলাতক অবস্থায় আয়েশি জীবনযাপন করছেন। তিনি আরো বলেন, সেখানে তাদের আয়েশি জীবন যাপনের কথা আওয়ামী লীগকে বলা শোভা পায় না। তারা নিজেদের পকেটের উন্নয়নের রাজনীতি করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কে কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না, আমরা যা করছি মানুষের জন্য করছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য করছি। ডাকসু নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের দায়িত্ব ঢাবির। এখানে আওয়ামী লীগ কোন হস্তক্ষেপ করছে না। নিয়মিত নির্বাচন করতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অরাজনৈতিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা রাজনীতির থেকে বাইরে রাখতে হয়।