শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন
Menu

খাগড়াছড়িতে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 12, 20233:15 pm

খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১১ মার্চ) বিকালে মানিকছড়ি থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের নামার পাড়া এলাকার আনু মিয়া প্রতিবেশি এক শিশুকন্যাকে (৫) ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দিয়ে সমাধান না পাওয়ায় শিশুটির মা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আনু মিয়া (৫৫) পলাতক রয়েছেন। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে শিশুটিকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।