লক্ষ্মীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহরিয়ার মিসকাত নামে এক যুবক নিহত হয়েছে। এতে তার সাথে থাকা দুই বন্ধুসহ ৩ জন আহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট সংলগ্ন পন্ডিতের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার মিসকাত কমলনগরের চরজাঙ্গালীয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান। তিনি জানান, বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুরে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মিসকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজন বাইসেইকেল আরোহী এবং অপর দুইজন নিহতের সাথেই ছিলেন বলে জানান ওসি।
ক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
প্রকাশ : April 7, 20224:03 pm
