মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
Menu

ক্যান্সারে আক্রান্ত হওয়ায়ে চলে গেলেন সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগমের।

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 9, 202212:25 pm

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দেশেই চিকিৎসা চলছিল সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগমের। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

জানা গেছে, আজ গ্রামের বাড়ি নরসিংদীতে নার্গিস বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এতে উপস্থিত থাকছেন না সাকিব। বড় মেয়ে আলাইনার সঙ্গে তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। মেয়ের স্কুল খোলা থাকায় এই মুহূর্তে আসা সম্ভব হচ্ছে না। ছোট দুই সন্তানকে নিয়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।