মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন
Menu

কৌশানী আবারও ঢাকায়

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 22, 20217:33 am

প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি। ছবির নাম ‘পিয়া রে’। এর শুটিংয়ে অংশ নিতে গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এবার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কৌশানী।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘বিকাল ৩টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে কলকাতা ছেড়েছেন কৌশানী। তারপর বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুর চলে যান। আর আগামীকাল থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি। আশা করছি, ধারাবাহিক কাজের মাধ্যমে ৩০ নভেম্বরের মধ্যে সিনেমার ক্যামেরা বন্ধ করতে পারব। ‘

সেলিম আরও জানান, এর পরপরই সাজেক যাবেন কৌশানী। থাকবে গানের দৃশ্য।
পুজন মজুমদারের ‘পিয়া রে’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। কৌশানি ছাড়াও এতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি।

এর আগে শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘লাগ ভেলকি লাগা’ ও ‘ছুটি’ ছবিতে অভিনয় করেছেন কৌশানী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সব টালিগঞ্জের সিনেমা।
বহুদিন দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা। কিডনির সমস্যা নিয়ে গত ২৩ অক্টোবর কৌশানীর মা সঙ্গীতা ভর্তি হয়েছিলেন শহরের বেসরকারি হাসপাতালে।
পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল। এর আগে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। শেষপর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু কৌশানির।
পর্দায় তাঁর প্রথম নায়ক বনি সেনগুপ্ত। এরপরই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে দুই পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে ওঠে। কৌশানির মায়ের মৃত্যুতে শোকের ছায়া দুই পরিবারে।
কৌশানি মুখোপাধ্যায় (জন্মঃ ১৭ মে, ১৯৯২) হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফল পায় দর্শক মহলে।