কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কোটার সুযোগ সুবিধা পেতে নিজের স্ত্রীকে বোন বানিয়ে ভোটার তালিকায় নাম লেখানোর অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা আমিরটারী গ্রামে। মুক্তিযোদ্ধা কোটার সরকারি সুযোগ সুবিধা পেতে এমন কাজ করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান রংপুর বেতারে অফিস সহায়ক আনিছুর রহমান। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের স্ত্রীর পরিচয় পাল্টে বোন বানিয়ে তাকে এসএসসি পাশ করিয়েছেন এবং ভোটার বানিয়েছেন তিনি। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও জমিলা বেগম দম্পতির আট সন্তানের মধ্যে বড় ছেলে আনিছুর রহমান। তার স্ত্রী সোনালী খাতুন তথ্য গোপন করে ২০১৪ সালে শ্বশুর-শাশুড়িকে নিজের পিতা-মাতা দেখিয়ে ভোটার হন। এর আগে ২০১৩ সালে নিজের শ্বশুর-শাশুড়িকে পিতা-মাতা দেখিয়ে উপজেলার সাপখাওয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাশ করেন সোনালী। অথচ সোনালী খাতুন জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুরা গ্রামের মৃত রবিউল ইসলাম ও আছমা বেগমের কন্যা। সোনালী খাতুন সাত ভাইবোনের মধ্যে ছোট। আনিছুর রহমানের সাথে ২০০৭ সালে বিয়ে হয় তার। তাদের ঘরে রয়েছে তিনটি সন্তান। আনিছুর রহমানের ছোট ভাই অভিযোগ স্বীকার করে বলেন, সোনালী খাতুন তার ভাবী হন। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান, মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা পেতেই তার ভাই এমনটি করেছেন। সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুও জানান, বীর মুক্তিযোদ্ধার আট সন্তানের মধ্যে আনিছুরের স্ত্রী সোনালী খাতুন। তবে ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়নি দাবি করে আনিছুর রহমান বলেন, ভুলবশত তার স্ত্রী এমন করেছেন। ভোটার আইডি ও শিক্ষা সনদ সংশোধন করে নেবেন বলে জানান তিনি। এদিকে, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোনালী খাতুন ২০১৪ সালে ভোটার আইডি হালনাগাদকরনের সময় এসএসসি সনদ এবং জন্ম নিবন্ধন সনদ দিয়ে ভোটার হয়েছেন। তথ্য গোপন করে থাকলে ভোটার তালিকা আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি। তবে এটি আনিছুর রহমানের প্রতারণার প্রথম ঘটনা নয়। এর আগে ২০১৪ সালে তিনি তার ছোট ভাই আজিজুল হকের শিক্ষা সনদ ও এনআইডিতে তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেন ও বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে চাকরি জুটিয়ে দেন। পড়াশোনা না করলেও আজিজুল হক তার আগের ভোটার আইডি সংশোধন করে বড় ভাই আনিছুর রহমানের তথ্য-উপাত্ত সংযুক্ত করেন। এ বিষয়ে ২০১৪ সালের ১১ নভেম্বর গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত করে নির্বাচন কমিশন দুই ভাইয়ের নামে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে মামলার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ২০২১ সালের ৩১ জানুয়ারি নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।
কুড়িগ্রামে কোটার সুবিধা পেতে স্ত্রীকে বোন বানালেন মুক্তিযোদ্ধার সন্তান
প্রকাশ : September 29, 20224:13 pm
