মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
Menu

কুমিল্লায় সাবেক প্রতিমন্ত্রীর গুলিতে আহত দুই ছাত্রলীগ কর্মির হাড় ভেঙে গেছে, অস্ত্রোপচার আজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 10, 20229:27 am

কুমিল্লার চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের ছোড়া গুলিতে দুজনের হাড় ভেঙে গেছে। মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের গুলি বের করা হবে। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটায় চান্দিনা পৌরসভা সড়কের রেদোয়ান আহমেদ কলেজ-২ ক্যাম্পাসের মমতাজ আহমেদ ভবনের সামনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ গাড়ি থেকে দুটি গুলি ছোড়েন। গুলিতে আহত হন চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রূপনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মাহমুদুল হাসান জনি সরকার (২২) ও  চান্দিয়ারা গ্রামের নূরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন নাঈম (২৮)। পরে তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে আমাদের হাসপাতালে আনার পর আমরা তাদের এক্স-রে করে ভেতরে বুলেট দেখতে পাই। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাজহারুল আলম জানান, একজনের হাতে ও অপরজনের পায়ে গুলি লেগে আছে। গুলির আঘাতে দুজনেরই হাড় ভেঙে গেছে। মঙ্গলবার অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।