কুমিল্লার জেলার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আটগ্রামের আব্দুল খালেকের ছেলে রিন্টু (৩০) ও বাতিসা গ্রামের মনা মিয়ার ছেলে রিপন(২৮)। সোমবার (৯ মে) সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আটগ্রাম এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক কাউছার জানান, সকালে ঢাকামুখী সেজুতি পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচরীকে চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা এবং তাদের হাসপাতালে নেয়া হয়।পরবর্তীতে সকাল ১১ টায় রিপন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকাল ৫ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিন্টু। পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
কুমিল্লায় বাস চাপায় ২ পথচারী নিহত
প্রকাশ : May 10, 202210:33 am
