মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:০৩ পূর্বাহ্ন
Menu

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রী অপহরণ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 10, 202210:19 am

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ইসরাত জাহান (১৬) নামে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোমবার (৯ মে) দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত কলেজছাত্রী ইসরাত জাহান ওই এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে এবং উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলা সদরের মাস্টার পাড়া এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িকে ঘেরাও করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ সময় কলেজছাত্রী ইসরাত জাহানকে তুলে নেয়ার চেষ্টা করলে তার মা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা ভিকটিমের মাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। ইসরাতকে অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে অপহৃত ছাত্রীর মায়ের চিৎকারে আশপাশের লোকজন একত্রিত হয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত কলেজছাত্রীর মা সুলতানা বেগম বলেন, একজন এসে দরজা নক করলে আমি ভাড়াটিয়া মনে করে দরজা খুলি, পরে মুহূর্তের মধ্যেই কয়েকজন মাস্ক পরিহিত লোক আমার বাসায় ঢুকে আমার মেয়েকে টানাহেঁচড়া শুরু করে। আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমি ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি এবং দ্রুত আমার মেয়েকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা অবশ্যই ঘটনার রহস্য উদঘাটন এবং ঐ ছাত্রীকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।