রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন
Menu

কুমিল্লায় পুলিশের অভিযানে ১২০ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 5, 20232:31 pm

কুমিল্লায় পুলিশের অভিযানে এক যুবকের বাড়ি তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এসময় খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ১২০ রাউন্ড গুলি, ১ হাজার ১৭০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রাম থেকে এই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঐ গ্রামের শাহজাহান ওরফে সাজুর (৩২) বসত বাড়িতে থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি। এসময় স্থানীয়দের সামনেই সাজুর শোবার ঘরের খাটের তোষকের নিচে, বালিশের পাশে এবং ওয়ারড্রবের ভেতর থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। তিনি জানান, এ ঘটনায় সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।