শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
Menu

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী গলাকেটে হত্যা করলো স্বামীকে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 5, 20223:49 pm

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে ঐ নারী ও তার ছেলেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (৫ জুন) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্বপাড়া ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শুকুর আলী (৪৮)। তিনি ২০ বছর আগে ময়মনসিংহ থেকে ঐ এলাকায় বসবাস শুরু করেন। আটক নারীর নাম খোদেজা আক্তার শিল্পী। স্থানীয় সু্ত্রে জানাযায় প্রায়ই তাদের পারিবারিক কলহ লেগে থাকতো। রোববার দুপুরে হঠাৎ তাদের ঘরে চিৎকার শুনতে পায় প্রতিবেশীরা। এ সময় তার স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাদের টয়লেটে গিয়ে গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে শিল্পীকে আটকে রেখে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।নিহতের শাশুড়ি আয়েশা বেগম বলেন, মেয়ে খবর পাঠায় শুকুর আলী ব্রেন স্ট্রোক করেছে। কিন্তু আমি এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, মৃত্যুর কারণ জানতে চাইলে শিল্পী বলেন, সেভ করতে গিয়ে ব্লেড দিয়ে গলা কেটে মৃত্যু হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, শুকুর আলীর মৃত্যু সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।