কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে যে সমস্যা তৈরী হবে তার খেসারত জনগণকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরণের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর দাম্ভিকতা ও অহংকারের পরিচয় বলে আখ্যায়িত করে তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল তুলে নেওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর হবে। কূটনীতিতে বাংলাদেশ একঘরে হয়ে যেতে পারে। মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে মনে হয়, এবার তিনি বিদেশ সফরে গিয়ে তেমন প্রটোকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার গঠন করবে, এটা নিয়ে তারা ভাবছেন না। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন করবো না। বর্তমান সংসদ থেকে দলের প্রতিনিধিদের পদত্যাগ করার সঠিক সিদ্ধান্ত নাকি ভুল জানতে চাইলে তিনি বলেন, সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিল। নির্বাচিত সংসদ ছিল না বলেই বিএনপি সংসদ থেকে বেরিয়ে এসেছে।
কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশ সরানো চরম দায়িত্বজ্ঞানহীনতা, মির্জা ফখরুল
প্রকাশ : May 16, 202311:12 am
