নড়াইলের কালিয়ায় বৈশাখ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় দু’শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দুইশত বছরের অধিক সময় ধরে প্রাচীন ঐতিহ্যলালিত কালিয়া পৌর শহরের ঠাকুরবাড়িতে বৈশাখের দুই তারিখে অনুষ্ঠিত হয়ে আসছে চড়ক পূজা উৎসব। এই পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে আসা হাজার হাজার মানুষের সমাগমে বসে গ্রামীণ মেলা। জানা গেছে, আলোচিত এ চড়ক মেলায় প্রায় ৪৫ ফুট লম্বা চড়ক গাছের ওপরে বাঁশ বেঁধে চার কোনা আকৃতির চড়কি বানানো হয়। চড়কির চার কোনায় চারটি দড়ি ঝুলিয়ে দেওয়া হয়। ঝোলানো প্রতিটি দড়ির সঙ্গে কাপড় বেঁধে বিশেষ কায়দায় চারজনের পিঠে বাঁধা হয়। তারপর শুরু হয় চড়কি ঘোরানোর কাজ। নিচ থেকে বাদ্য বাজনার সঙ্গে সঙ্গে ২৫-৩০ যুবক চড়কি ঘোরাতে থাকে।
শুক্রবার দুপুর থেকে নারী-পুরুষ দর্শনার্থীর বিশাল সমাগম ঘটে। বিকেলবেলা ভক্তদের নৃত্যের তালে তালে চড়ক গাছ ঘুরানো হয়। মানুষরূপি কালী সেজে নৃত্য করে। অন্য ভক্তগণ নৃত্যের তালে তালে, ছন্দে ছন্দে ঢোলক, কাশি, করতাল বাজাতে থাকলে এ সময় দর্শনার্থীরা জয়ধ্বনি এবং নারীদের কণ্ঠে উলুধ্বনি দিতে থাকেন। কালিয়া উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস জানান, কালিয়ার এই সড়ক পূজা ও মেলার বয়স প্রায় ২০০ বছর। তান্ত্রিক মন্ত্রের ধারা বিভিন্ন অলৌকিক ধর্মীয় কর্মসূচি উপভোগ করার জন্য প্রতিবছরের মতো এবারও বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি ঘটেছে। চড়ক পূজা উপলক্ষে এক বিশাল মেলা বসে।