রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
Menu

কালিয়াকৈরে অস্ত্রসহ সাত ছিনতাইকারী আটক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 16, 20223:09 pm

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা কালামপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাজু আহমেদ, রিপন বর্মণ, সাইফুল মোল্লা, মাহফুজ রানা, আবুল হোসেন, ইরফান সিকদার ও নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় ছিনতাই ও অপহরণ করে আসছে। গত ১০ এপ্রিল রাতে কালামপুর শিল্পী কুঞ্জসংলগ্ন অটোরিকশা চালককে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি পুলিশরে নজরে আসলে শুক্রবার রাতে থানা-পুলিশের একদল সদস্য উপজেলার কালামপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৬টি মোবাইল ফোন, চাপাতি, দা, লোহার রডসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রাতভর অভিযান পরিচালনা করে ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা-হাজতে প্রেরণ করা হয়েছে।