রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
Menu

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন বিচারক দীপিকা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 17, 20226:01 pm

কানের লালগালিচায় বহুবার দ্যুতি ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে সেটি প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে। কান চলচ্চিত্র উৎসবে এবার বিচারকের দায়িত্ব পালন করছেন বলিউডের এই লাস্যময়ী। গতকাল সোমবার কানের অন্য বিচারকদের সঙ্গে হোটেল মার্টিনেজে ডিনার পার্টিতে অংশ নেন দীপিকা। এসময় তার পরণে ছিল লুইস বুটনের বর্ণিল পোশাক ও বাদামি রঙের হাইবুট। তবে দীপিকার সাজপোশাককে ছাপিয়ে গেছে চিরচেনা সেই টোলপড়া হাসি। আগামী ২৮ মে কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের বিচারকমণ্ডলীর প্রেসিডেন্ট ভিনসেন্ট লিন্ডন। দীপিকা ছাড়াও জুরি সদস্য হিসেবে আরও আছেন রেবেকা হল, আসঘর ফারহাদি, ত্রিনকা, লাডজ লি, নুমি রাপেস, জেফ নিকোলস ও জোয়াচিম ট্রিয়ের।

সূত্র: এনডিটিভি