শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন
Menu

কান উৎসবে মুক্তি পাচ্ছে ‘মুজিব’ সিনেমার ট্রেলার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 14, 202210:52 am

অবশেষে কান চলচ্চিত্র উৎসবের ৭৫-তম আসরেই প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর ট্রেইলার। নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটির, ৯০ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ হবে, উৎসবের তৃতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়নে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবের প্লাটিনাম জুবিলি আসর শুরু হচ্ছে ১৭ মে। ঔজ্জ্বল্যের সবটুকু রঙ নিয়ে হাজির হওয়া এবারের উৎসবেও থাকছে বাংলাদেশ। গেল বছরের আঁ সেরতাঁ রোগার্দ বিভাগে রেহানা মরিয়ম নূরের উজ্জ্বল অংশগ্রহণের পর এবার কানের নীল সৈকতের পাড়ে প্রকাশিত হচ্ছে বহুল প্রতিক্ষীত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকারে’র ট্রেইলার। উৎসবের তৃতীয় দিনে ট্রেইলারটির প্রিমিয়ারে যোগ দিতে ১৮ মে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে ট্রেইলার উদ্বোধন পর্বে আরো থাকবেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়া যোগ দেবেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে রূপদানকারী অভিনেতা আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। ঢাকা থেকে এফডিসি মহাপরিচালক ও একজন পরিচালকেরও যোগ দেবার কথা রয়েছে। বলা যায়, শেষ মুহূর্তেই চূড়ান্ত হলো কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেইলার উন্মুক্ত করার বিষয়টি। এ নিয়ে বৃহস্পতিবার (১২মে) চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এর আগে ছবির প্রথম পোস্টার প্রকাশের সময় জানানো হয়েছিল কানে ট্রেইলার মুক্তির বিষয়টি। পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু উৎসবের জায়ান্ট স্ক্রিনে পোস্টার প্রদর্শনের সিদ্ধান্ত হয়। অবশেষে, ভারতের আমন্ত্রণ ছবিটির ট্রেইলার উদ্বোধনে কানে যাচ্ছেন তথ্যমন্ত্রী ও ছবির অন্যতম কলাকুশলীরা। এদিকে ট্রেইলারটি নিয়ে উচ্ছ্বসিত বায়োপিক টিম। ছবিটির ভারতীয় অংশের লাইন ডিরেক্টর সতীশ শর্মা জানিয়েছেন, ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারটি সবাইকে মুগ্ধ করবে। এরমধ্যেই ঢাকায় ছবিটির ডাবিং শেষ হয়েছে। শুক্রবার ঢাকা ছাড়ার আগে লাইন ডিরেক্টর সতীশ শর্মা আরো জানিয়েছেন, ছবিটির স্ক্রিপ্ট রাইটার অতুল তিওয়ারিসহ তিনিও যাচ্ছেন কানে ট্রেইলারের প্রিমিয়ারে। এছাড়া এরমধ্যেই ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভালে’ পরিচালক নুহাশ হুমায়ুনের গ্র্যান্ড জুরি প্রাইজ বিজয়ী হরর শর্ট ফিল্ম ‘মশারি’ও থাকছে উৎসবের মাশে দ্যু ফিল্মে। এবারের আসরে বাংলাদেশের আরেক অর্জন; ফিপ্রেসি জুরি হিসেবে চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর অংশ গ্রহণ। কান উৎসবের এবারের আসর শেষ হবে ২৮ মে।