দিনাজপুরের চিরিরবন্দরে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে আউলিয়াপুকুর ইউপির ভাদেরা (জামতলী) গ্রাম সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। মৃত হৃদয় বাবু (১৫) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপির রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। সে চিরিরবন্দর উপজেলার আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। হৃদয় বাবু তিন বছর বয়স থেকে চিরিরবন্দরের ভাদেরা গ্রামে তার নানা মজিবর রহমানের বাড়িতে থাকতো। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকালে ঘুম থেকে উঠে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয় হৃদয়। সে কানে ইয়ারফোন লাগিয়ে গেম খেলছিল। খেলার একপর্যায়ে সে রেললাইনের ওপর গিয়ে বসে। ঠিক একই সময় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। কানে ইয়ারফোন থাকায় ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও হৃদয় শুনতে পায়নি। ফলে সে ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রকাশ : June 3, 202212:21 pm
