রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
Menu

কলাবাগানের তেঁতুলতলা মাঠ ‘পুলিশের সম্পদ’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 27, 20223:34 pm

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠকে ‘পুলিশের সম্পদ’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ঢাকার জেলা প্রশাসক জেনেবুঝে এ জায়গাটি পুলিশকে দিয়েছেন। এর মূল্য হিসেবে অর্থও দিয়েছে পুলিশ। এই মাঠ রক্ষার দাবি নিয়ে আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ‘নিজেরা করি’র প্রধান নির্বাহী খুশী কবির, স্থপতি ইকবাল হাবীব এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীতা ইমাম। বৈঠক শেষে সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা কিছুটা আশা নিয়ে ফিরছি। উনার কথা শুনে বুঝেছি, উনি এটা সক্রিয় বিবেচনায় রাখবেন।’ পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘ঢাকার থানাগুলোর বেশির ভাগ ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িতে থাকার জন্য পুলিশকে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। সে জন্য স্থায়ী অবস্থায় নিতে ডিসির কাছে নিয়ম অনুযায়ী বলেছিলাম, জমি অধিগ্রহণ করে কলাবাগানের কোনো জায়গায় দেওয়া যায় কি না। ডিসি জেনে বুঝে, জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে, এই জায়গাটিকে আমাদের বরাদ্দ দেন। এর মূল্য হিসেবে পুলিশ টাকা জমা দেয়। পরে ডিসি জায়গা হস্তান্তর করে।’ তেঁতুলতলা মাঠটি নিয়ে আসাদুজ্জামান খান বলেন, ফাঁকা জায়গা থাকায় বাচ্চারা খেলাধুলা করত। এখন সবাই এই জায়গাটি নিয়ে নানা কথাবার্তা বলছে। তিনি বলেন, ‘আমাদের কথা স্পষ্ট, আমাদের জায়গার প্রয়োজন। কলাবাগানের একটা থানা ভবনেরও প্রয়োজন। সেটার দিকে লক্ষ রেখে আমরা বলছি, যদি ভালো কোনো জায়গা আমাদের ওখানে মেয়র বা অন্য কেউ ব্যবস্থা করেন, তখন আমরা সেটা কনসিডার করব। আমরা আমাদের থানার জন্য এটি নির্দিষ্ট জায়গা, সরকারিভাবে এটা ব্যবস্থা হয়েছে।’