মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
Menu

কলমাকান্দায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পাকা ধান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 19, 20223:13 pm

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় বিস্তীর্ণ এলাকার পাকা বোরো  ধান তলিয়ে গেছে। ধানী শ্রমিক সংকটের মধ্যে উপজেলার পানিতে নিমজ্জিত এলাকায় পানির নীচ থেকে পরিবার-পরিজন নিয়ে পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সরেজমিনে ঘুরে স্থানীয় কৃষদের তথ্যমতে জানা গেছে, ওই এলাকার প্রায় ৩০০ হেক্টর বোরো পাকা ধান তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে ভারত সীমান্তের পাহাড়ি নদী গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও, মহেষখলা নদীর ঢলের পানি ঢুকে পড়েছে কলমাকান্দায় ফসলি জমিতে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল। টানাবৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কলমাকান্দা উপজেলায় বন্যার আশংকা রয়েছে। অপরদিকে উপজেলায় ধান কাটা ও মাড়াইয়ের পর থেকেই চলছে টানা বৃষ্টি। মাড়াই করা ধানের স্তূপ থাকতে থাকতে প্রায় ধানেই গজিয়েছে চারা। এভাবে আর দু’চারদিন চললে পুরোপুরিই নষ্ট হয়ে যাবে ধান, এ চিন্তা কাটছে না উপজেলার কৃষকদের । এ বিষয়ে কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ২১ হাজার ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে  শিলাবৃষ্টিতে ৫ হেক্টর বোরো ফসল নষ্ট হয়েছে।  ইতোমধ্যে উপজেলায় ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে মাঠে থাকা কলমাকান্দায় ৩৮ হেক্টর, বড়খাপনে ৫০ হেক্টর ও খারনৈতে ২০ হেক্টর ফসলি জমিসহ ১২০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে।