শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
Menu

কলকাতার চলচ্চিত্রে মিথিলা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 9, 20225:12 am

কলকাতার ‘আয় খুকু আয়’ ছবির শীর্ষ সঙ্গীতে দেখা দিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই প্রথম তিনি জুটি বাঁধলেন টালিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এতে মা হিসেবে হাজির হয়েছেন তিনি। আর তার কন্যাসন্তানের নাম বুড়ি। ৭ মে প্রকাশিত হয় এর শীর্ষ সঙ্গীত ‘আয় খুকু আয়’। রবিবার (৮ মে) বুড়ির মা শিরোনামের একটি টিজার শেয়ার করেছেন মিথিলা। যেখানে তাকে বলতে শোনা যায়, মেয়ে হয়েছে গো মেয়ে। পাশাপাশি মেয়েকে কোলে নিয়ে হাজির হন তিনি। অন্যদিকে প্রকাশিত গানের দৃশ্যে প্রসেনজিৎ যেন সেই ‘অমর সঙ্গী’র যুগে ফিরে গেছেন। তার স্ত্রী হিসেবে মানানসই মিথিলা। কপালে বড় টিপ। হাতখোঁপায়, ঘরোয়া শাড়িতে স্নিগ্ধ তিনি। বুকে সদ্যোজাত মেয়ে ওরফে বুড়িকে জড়িয়ে আদরে ভরিয়ে দিচ্ছেন। কখনও তাকে দুলিয়েছেন দোলনায়। ছবিটি পরিচালনা করছেন শৌভিক কুন্ডু। অভিনয়ে আরও থাকছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ ও রাহুল দেব বোস। আগামী ২৭ মে এটি প্রেক্ষাগৃহে আসবে। এদিকে, শরীরটা বশে নেই মিথিলার। জ্বরে কাবু । তবু চোখ বুজে দু’দণ্ড বিশ্রামের অবকাশও নেই! কারণ, একমাত্র সন্তান আয়রা। একা বাড়িতে তিনি মেয়েকে নিয়ে আছেন। যদি ঘুমিয়ে পড়েন, কে খেতে দেবে মেয়েকে? কে-ই বা তার পড়াশোনা দেখাবে? মাতৃদিবসের আগেরদিন নিজের জীবন থেকে অভিনেত্রী আবারও বুঝলেন, মা হওয়া নয় মুখের কথা! এভাবেই পার করছেন এবারের বিশ্ব মা দিবসের প্রতিটিক্ষণ।