কলকাতা: করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই খবর দিলেন অভিনেতা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। আর প্রসেনজিতের আক্রান্ত হওয়ার ট্যুইটটি রিট্যুইট করে মজার কমেন্ট করলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমি আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।’ প্রসেনজিতের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা করেছেন টলিউডের প্রায় প্রত্যেক তারকারাই।
প্রসেনজিতের এই ট্যুইটের কমেন্টে মজার মন্তব্য করেন দেব (Dev)। তিনি লেখেন, ‘আমাদের ক্লাবে আপনাকে স্বাগত দাদা।’ প্রসঙ্গত সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন দেব। করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী মৈত্রও। ৪ দিনের মাথাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে দেবের। কিন্তু সুরক্ষার জন্য আরও কয়েকটা দিন নিভৃতবাসেই থাকতে চাইছেন দেব।