রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
Menu

করোনা টিকা নিতে কাউকে জোর করা যাবে না: ভারতের সর্বোচ্চ আদালতের আদেশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 2, 202212:55 pm

করোনা টিকা নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়াও করোনা ভ্যাকসিন নিলে মানবদেহে তার কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ক প্রতিবেদন প্রকাশ করতে কেন্দ্রীয় সরকারকে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই শীর্ষ আদালত বলেছে, ‘শারীরিক মর্যাদা রক্ষা আইনের আওতাভুক্ত। কেউ টিকা দেওয়ার জন্য কাউকে জোর করতে পারে না।’ সংক্রমণ কম থাকলে টিকা না দেওয়া মানুষদেরকে জনাকীর্ণ জায়গায় যাওয়া, সেবা গ্রহণসহ নানা কাজে বাধা দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছে আদালত। এ পর্যন্ত করোনা টিকার যেসব ট্রায়াল হয়েছে, তার ফলাফলও জনগণের জন্য উন্মুক্ত করতে সরকারকে আর দেরি না করার পরামর্শ দিয়েছে আদালত।

সূত্র: এনডিটিভি