টানা চতুর্থ দিনের মতো দেশে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে মহামারী শুরুর সময়ের পর্যায়ে।
২০২০ সালের ছয় এপ্রিল ৪১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর গত দুই বছর ধরে চলা মহামারীকালে দেশে কখনও দৈনিক নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এর নিচে আসেনি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা পুরো মহামারীকালে সর্বনিম্ন।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ করোনায় মৃত্যুহীন।