মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
Menu

করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে ১ দিনে আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 12, 20225:08 pm

কলকাতা: চিন্তা বাড়িয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা (Coronavirus) আক্রান্ত অনেকটাই বৃদ্ধি পেল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার করল এদিন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু। হাওড়ায় (Howrah) একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। উত্তর দিনাজপুরে (North Dinajpur) একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু।

উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের (Positivity Rate) নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা। মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি। যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়।

  • ভারত