মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
Menu

কনসার্টে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 23, 20212:43 pm

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে লাইভ কনসার্ট হয়নি। সম্প্রতি সংক্রমণ কমে যাওয়ায় আবারও দর্শকদের মাঝে কনসার্টের আয়োজন করছেন শিল্পীরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দুবাইয়ে গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক মিউজিশিয়ান অরিজিৎ সিং।

গানের মাঝখানে হঠাৎ মঞ্চ থেকে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কথা বলেন তিনি। আতিফ আসলামের জনপ্রিয় গান ‘পেহেলি ্নাজার মে কায়সা জাদু কার দিয়া’ গেয়েছেন তিনি।
এই গানের ফাঁকে অরিজিৎ সিং বলেন, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন ভুল হতে পারে। আমি এখনও এই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই. এ নিয়ে কেউ তর্ক শুরু করলে আমার কিছু যায় আসে না।

তিনি বললেন, একটা কথা বলুন। পাকিস্তানি শিল্পীদের গান কি এখনও ভারতে নিষিদ্ধ? নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে?
অরিজিৎ সিং বলেন, আতিফ ইসলাম তার প্রিয় গায়কদের একজন। রাহাত ফতেহ আলি খান এবং শাফাকত আমানত আলীর গানও পছন্দ করেন তিনি। দুই দেশের মধ্যে গানের প্রজেক্ট করারও ইচ্ছা আছে।

অরিজিৎ সিংয়ের মন্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া টুইটারে ভাইরাল। ভিডিওটি নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে বেশিরভাগ মানুষ তার মন্তব্যের প্রশংসা করেছেন।
২০১৬ সালের দিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরির একটি সেনাঘাটিতে জঙ্গি হামলা হয়। ওই ঘটনায় ১৭ ভারিতীয় সেনা নিহত হন। এরপর ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামার রাস্তায় এক আত্মঘাতী বোমা হামলা হয়। এ হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় জওয়ানের মৃত্যু হয়।

এরপর থেকেই পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে আতিফ আসলামের মতো বড় বড় শিল্পীরা ভারত ছেড়ে চলে যান।