রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন
Menu

কথা রাখেননি হিমেশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 30, 20215:26 pm

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে রাতারাতি অনলাইন তারকা হয়ে উঠেছেন রানু মণ্ডল। খালি গলায় গাওয়া একটি গানের সাথে ভাইরাল হয়ে যান। বলিউডের সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া চোখ সরিয়ে নেননি। রানুর সাথেও গান গেয়েছেন।

যদিও, রানু সম্প্রতি বলেছিলেন যে হিমেশ রানু মণ্ডলকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখেননি।
গত কয়েক বছরে রানু মণ্ডলের জীবনের গ্রাফ আমূল বদলে গেছে। রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হওয়ার পরে একটি রিয়েলিটি শোতে আমন্ত্রণ পান। সেখানে বিচারক ছিলেন হিমেশ রেশমিয়া। তার জন্য বানিয়ে ছিলেন ‘তেরি মেরি কাহানি’ গান। ২০১৮ সালের পুজোয় সেই গান জনপ্রিয় হয়েছিল।
জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ সম্প্রতি রানুর বাড়িতে গিয়েছিলেন, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। সাক্ষাৎকারে রানু জানিয়েছেন, তারপরও হিমেশ তাঁকে মুম্বই যেতে বলেছেন! রানু আরও বলেন, সঙ্গীতশিল্পী একটি গাড়ি ও বাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বলিউডে খুব একটা ভালো করতে পারেননি রানুর। একের পর এক বিতর্কের মুখে পড়েছেন তিনি। ছবি তুলতে আসা ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচিত। ২০২০ সালে করোনা মহামারির পর গায়কের অবস্থা আরও খারাপ হয়। বর্তমানে তিনি রানাঘাটের ওই বাড়িতেই অবস্থান করছেন।
জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ সম্প্রতি রানুর বাড়িতে গিয়েছিলেন, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। সাক্ষাৎকারে রানু জানিয়েছেন, তারপরও হিমেশ তাঁকে মুম্বই যেতে বলেছেন! রানু আরও বলেন, সঙ্গীতশিল্পী একটি গাড়ি ও বাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বলিউডে খুব একটা ভালো করতে পারেননি রানুর। একের পর এক বিতর্কের মুখে পড়েছেন তিনি। ছবি তুলতে আসা ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচিত। 2020 সালে করোনা মহামারির পর গায়কের অবস্থা আরও খারাপ হয়। বর্তমানে তিনি রানাঘাটের ওই বাড়িতেই অবস্থান করছেন।