ভারতের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি একটি জাতীয় পুরস্কার জিতেছেন। তবে তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের দাবি, ঘনিষ্ঠতার কারণেই বিজেপি জাতীয় পুরস্কার জিতেছে।
যদিও এতে অভিনয় করতে নারাজ এ অভিনেত্রী। সামনে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তাহলে কি ভোটে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে? জবাব দিলেন অভিনেত্রী।
কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে ছড়িয়ে পড়া কৃষক আন্দোলনকে খালিস্তানিদের সক্রিয়তার সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা রানাউত। এর জেরে দেশের একাধিক জায়গায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
শুক্রবার চণ্ডীগড়-উনা হাইওয়ে দিয়ে যাওয়ার পথে কিরাতপুরের কাছে কঙ্গনার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বহু কৃষক। তাদের হাতে ছিল সংগঠনের পতাকা, মুখে স্লোগান। অভিনেত্রীর গাড়ি ঘিরে এই বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রচুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার ঠিক পরের দিনই শনিবার শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ভ্রমণে যান কঙ্গনা।
সেখানে সাংবাদিকদের সঙ্গে দেখা করেন তিনি। আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাকে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে, কঙ্গনা সাংবাদিকদের জানিয়েছেন।
তাঁর দাবি, “আমি কোনো দলের সঙ্গে জড়িত নই। জাতীয়তাবাদী মানুষের পক্ষে প্রচারণা চালাব। ” রাজনৈতিক সূত্রের খবর, সরাসরি না জানালেও, তাঁর মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি গেরুয়া শিবিরের পক্ষে প্রচার চালাবেন।
বিতর্ক যেন কখনই পিছু ছাড়ে না কঙ্গনাকে। প্রায় সব বিষয়ে চাঁচাছোলা ভাষায় নিজের মত প্রকাশ করেন অভিনেত্রী। তার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বিষয়েও এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কঙ্গনা।
তিনি বলেন, “আমি সত্যি কথা বলেছি। যারা সৎ, সাহসী এবং জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী তারা সেকথা জানেন।” আপাতত প্রায় সকলেরই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে নজর রয়েছে। আদৌ অভিনেত্রীকে ভোটপ্রচারে দেখা যায় কিনা, সেদিকে তাকিয়ে প্রায় সকলে।