শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন
Menu

কঙ্গনা কুকুরের মতো ঘেউ ঘেউ করে: রাখি সাওয়ান্ত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 22, 20217:39 am

পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর কঙ্গনা রনৌতের করা ‘দেশের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে’ মন্তব্য নিয়ে তোলপাড় গোটা দেশ। বেশিরভাগ মানুষই এখন কঙ্গনার বিপক্ষে কথা বলছেন। এবার কঙ্গনাকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করলেন রাখি সাওয়ান্ত। সঙ্গে কঙ্গনাকে ‘গাদ্দার’ বলেও উল্লেখ করলেন রাখি।
তিনি তার ইনস্টাগ্রামে কঙ্গনার সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করেছেন। তবে তিনি সেটি এডিট করে কঙ্গনার কণ্ঠের জায়গায় কুকুরের ডাক বসিয়েছেন। ক্যাপশনে লেখা, ‘দেশের বিশ্বাসঘাতক বোন’। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়।
তবে, নেটিজেনদের একাংশ যেমন রাখির সঙ্গে একমত, কঙ্গনারও তাই। অনেকেই রাখিকে জিজ্ঞেস করেছেন, ‘ওর পদ্মশ্রী আছে, তোমার কী আছে যে তুমি ভেউ ভেউ করছ?’ যার উত্তর দিতে শোনা যায় রাখি সাওয়ান্তকে। লিখেছেন, ‘ভিক্ষা করে পেয়েছে’।
২০১৭ সালের ৪ঠা এপ্রিল মাসে, ঋষি বাল্মীকি সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য তাঁকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছিল।
রাখি সাওয়ান্ত (জন্ম: ২৫শে নভেম্বর ১৯৭৮, জন্মগতভাবে নীরু ভেড়া নামে পরিচিত) হলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, মডেল, হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপক। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিনি নিজেকে যৌন প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন ।
২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন।

তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টি নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেছিলেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটওয়ালে)-এ যোগ দিয়েছিলেন।