রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
Menu

ওমরা নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষনা দিল সৌদি আরব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 24, 202310:41 am

জুন মাসের শেষদিকে পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার।এ অবস্থায় সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং যাদের কাছে ওমরার অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ত্যাগ করতে হবে। এর আগে, সৌদির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না, তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।

সুত্রঃ গালফ নিউজ।