সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
Menu

ওজন বাড়ায় বিগবস জয়ী রুবেনাকে ট্রল

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 24, 20218:11 pm

কালারস চ্যানেলের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’-এর প্রিয় ছিলেন টেলিভিশন অভিনেত্রী রুবেনা দিলেক। বিগ বস জয়ের পর রাতারাতি বেড়েছে তার ভক্তের সংখ্যা। রুবেনাও তার স্টাইল স্টেটমেন্ট এবং ফ্যাশনের জন্য নেট জনতার ‘চোখের মণি’ হয়ে উঠেছেন।

কিন্তু ওই ব্যক্তি কয়েক মাস ধরে নেট দুনিয়ায় হয়রানির শিকার হচ্ছেন।
করোনার পর রুবেনার ওজন বেড়েছে। আর এ কারণে তিনি এখন বডি শেমিংয়ের শিকার। কিছু ট্রল (অনলাইন হয়রানিকারী) রুবেনাকে ঘৃণামূলক বক্তব্য পাঠাচ্ছে।

এসব নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেনা এক পোস্টের মাধ্যমে এসব উত্ত্যক্তকারীকে একহাত নিয়েছেন।
তাঁদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘প্রিয় শুভান্যুধায়ীরা, আমি দেখতে পাচ্ছি যে আমার বেড়ে যাওয়া ওজন আপনাদের চিন্তান্বিত করছে। ক্রমাগত আপনারা আমাকে বিদ্বেষ ভরা মেসেজ আর মেইল পাঠাচ্ছেন।

আমি যেহেতু কোনো পিআর (জনসংযোগ কর্মকর্তা) নিযুক্ত করিনি বা পাপারাজ্জিদের আমি কোনো টিপস দিই না, তাই আমার প্রতিভা আপনাদের নজরে পড়ে না।

আমি মোটা হয়ে গেছি, ভালো পোশাক পরি না আর বড় প্রকল্প পাওয়ার জন্য আমি নাকি কোনো পরিশ্রম করছি না, এসব কারণে আপনারা ফ্যানডম ছাড়ার হুমকি দিচ্ছেন।’

“যাই হোক, আমি সত্যিই হতাশ,” লিখেছেন রুবেনা। আপনাদের কাছে, আমার প্রতিভা এবং কাজের প্রতি একাগ্রতার চেয়ে আমার শারীরিক উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ।
এটাই আমার জীবন. আর এই জীবনে অনেক অধ্যায় আছে। আর আপনারা আমার জীবনের অংশ। আমি আমার ভক্তদের অত্যন্ত সম্মান করি। তাই দয়া করে নিজেকে আমার ভক্ত বলবেন না। ‘