মনি রত্নম পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘পেনিয়ান সেলভান’-এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ। ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বেশ কয়েক মাস ধরে চলছে ছবিটির শুটিং। কাজ করেছেন দক্ষিণ ভারতের বাঘা বাঘা তারকা। সম্প্রতি, জানা গেছে যে ঐশ্বরিয়া ইন্দো-মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন পরিচালকের সাথে যোগ দিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে ‘থ্রি লেটার’ নামের নতুন এ ছবির পরিচালক ফিউশন কণ্ঠশিল্পী ও নাট্যকার ঈশিতা গাঙ্গুলী। এটি হতে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া। ঈশিতা বলেন, ‘শুরুতে ছবিটির নাম ছিল “থ্রি উইমেন”। পরে নাম বদলে রেখেছি “থ্রি লেটার”। কারণ, ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বউদি কাদম্বরী দেবীর চিঠি নিয়ে।’
ঐশ্বরিয়াকে ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি ঈশিতা। তিনি বলেন, ‘আমি খুব খুশি। কারণ, ঐশ্বরিয়া ছবিটা করতে রাজি হয়েছেন। তাঁর মতো শিল্পীকে নিয়ে প্রথম ছবি করতে পারাটা অন্য রকম আনন্দের।’
শুরুতে ঈশিতা চেয়েছিলেন ছবিটি শুধু হিন্দিতে হোক। কিন্তু ঐশ্বরিয়া তাকে পরামর্শ দেন যে এটি ইংরেজিতেও করা উচিত। ঈশিতা বলেন, “মহামারির সময় তার সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছিল। স্ক্রিপ্ট পড়ার পর তিনি বলেছিলেন, গল্পে পুরনো আমেরিকান ভয়েস খারাপ শোনাবে না। আমি রাজি।’
এদিকে মনি রত্নমের স্বপ্নের ছবি ‘পেনিয়ান সেলভান’ একটি জনপ্রিয় তামিল উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এতে রয়েছে বিখ্যাত সব গীতিকার, চিত্রগ্রাহক। হায়দরাবাদে ছবিটির শুটিং শেষ হয়েছে। আগামী গ্রীষ্মে ছবিটি মুক্তি পাবে।
গণমাধ্যমে প্রায়শই বিশ্বের অন্যতম সুন্দরী নারী হিসেবে উল্লেখিত রাই, মণি রত্নমের তামিল ছবি ইরুভার (১৯৯৭) ছবিতে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন এবং প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল ছবি জিন্স (১৯৯৮)-এ।
তিনি সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত হাম দিল দে চুকে সনম (১৯৯৯) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মুভিতে থেকে সালমান খানের সাথে সম্পর্কের কথা উঠে। কিন্তু সম্পর্ক তেমন লম্বা হয়নি। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন।
২০০২ সালে ভন্সালীর পরবর্তী ছবি দেবদাস-এ তিনি অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয় বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
২০০৩ থেকে ২০০৫ সাল ছিলো তার কর্মজীবনের একটু বাজে সময়। এর পর তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি ধুম ২ (২০০৬)-তে। এই ছবিটা ছিল তার বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য।
পরবর্তী সময় তাকে গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) এ অভিনয় করতে দেখা যায়, যেগুলি ছিলো অর্থনৈতিকভাবে সফল ছবি এবং এই ছবি গুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন।
এইভাবে রাই ভারতীয় চলচ্চিত্র জগতে তার সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রাই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চনকে এবং তিনি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পুত্রবধূ। বিবাহের পর তার নাম হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন।