জীবে পরিবহণ
০১। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
উত্তর : ৯০%
০২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী? উত্তর : ইমবাইবিশন
০৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়? উত্তর : সূর্যালোক
০৪। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য? উত্তর : ইমবাইবিশন
০৫। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? উত্তর : পানি
০৬। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?
উত্তর : ইমবাইবিশন
০৭। ব্যাপন কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে।
০৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?
উত্তর : বৈষম্যভেদ্য পর্দা
০৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর : জৈব প্রক্রিয়া
১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়? উত্তর : দ্রাবক
১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে?
উত্তর : ব্যাপন
১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে?
উত্তর : ব্যাপন চাপ
১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? উত্তর : প্রোটোপ্লাজম
১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান CO2 বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে? উত্তর : ব্যাপন
১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর? উত্তর : অভিস্রবণ
১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে? উত্তর : প্রস্বেদন
১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে? উত্তর : দ্রাবক
১৮। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ হতে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?
উত্তর : অভিস্রবণ
১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী? উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন
২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহণ করে কী? উত্তর : ফ্লোয়েম
২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? উত্তর : সিভনল
২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে? উত্তর : কোষান্তর অভিস্রবণ
২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে? উত্তর : মূলরোমে
২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?
উত্তর : মূলের কর্টেক্সে
২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়? উত্তর : অভিস্রবণ
২৬। ক্যালোজ কখন গলে যায়? উত্তর : গ্রীষ্মকালে
২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?
উত্তর : ভেসেল
২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?
উত্তর : ১টি
২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৩৭ সালে
৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?
উত্তর : ঘৃতকুমারী
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
বারিমণ্ডল
১। Hydrosphere’-এর বাংলা প্রতিশব্দ কী?
ক) বায়ুমণ্ডল খ) বারিমণ্ডল
গ) পানি ঘ) মণ্ডল
২। পৃথিবীর সব পানিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ৭
৩। পৃথিবীর সব জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে?
ক) ৯৯ খ) ৯৭ গ) ৯৫ ঘ) ৮৭
৪। নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে শতকরা কত ভাগ পানি রয়েছে?
ক) প্রায় ১২ ভাগ খ) প্রায় ১০ ভাগ
গ) প্রায় ৭ ভাগ ঘ) প্রায় ৩ ভাগ
৫। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি?
ক) ৫টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
৬। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?
ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর
গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর
৭। ভগ্ন উপকূল বিশিষ্ট মহাসাগর কোনটি?
ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর
গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর
৮। এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত মহাসাগর কোনটি?
ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর
গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর
৯। উত্তর মহাসাগর-
- পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত
- আয়তন ১ কোটি ৪৭ লাখ ব.কি.মি.
iii. গড় গভীরতা ৮২৪ মি.
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১০। বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?
ক) সাগর খ) মহাসাগর
গ) উপসাগর ঘ) হ্রদ
১১। কোনটি সাগর-
- বঙ্গোপসাগর ii. ভূমধ্যসাগর iii. লোহিতসাগর
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১২। কোন মহাদেশটি বছরের সব সময় বরফে আচ্ছন্ন থাকে?
ক) এশিয়া খ) আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া ঘ) এন্টার্কটিকা
১৩। মহীসোপান-
- এর সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মি.
- এর গড় প্রশস্ততা ৭০ কি.মি.
iii. এটি ১ ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৪। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?
ক) ৪,২৭০ মি. খ) ৩,৯৬২ মি.
গ) ৩,৯৩২ মি. ঘ) ৩,৮২৪ মি.
১৫। এন্টার্কটিকা ও ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অবস্থান কোন মহাদেশের?
ক) আটলান্টিকমহাসাগর খ) দক্ষিণ মহাসাগর গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর
১৬। ভারত মহাসাগরের আয়তন কত?
ক) ১৬ কোটি ৬০ লাখ খ) ৮ কোটি ২৪ লাখ
গ) ৭ কোটি ৩৬ লাখ ঘ) ১ কোটি ৫০ লাখ
উত্তর : ১খ ২ক ৩খ ৪ঘ ৫ক ৬ঘ ৭ক ৮গ ৯খ ১০খ ১১গ ১২ঘ ১৩ঘ ১৪ক ১৫খ ১৬গ।