শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
Menu

এশিয়া কাপ হকিতে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 22, 20227:02 am

এশিয়া কাপ হকি মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় শনিবার ৫-১ গোলে হেরেছে গোবিনাথান ইমানের দল। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ২৩ মে থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে আট দলের এশিয়ান কাপ। বাংলাদেশ জায়গা পেয়েছে পুল ‘বি’তে। পুলের বাকি তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, ওমান ও দক্ষিণ কোরিয়া। পুল ‘এ’তে রয়েছে ভারত, জাপান, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আসরের উদ্বোধনী দিনে কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ মে ওমান এবং ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন জিমি-আশরাফুলরা। এর আগে থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই পর্বে রানার্স-আপ হয়ে ইন্দোনেশিয়ায় যায় বাংলাদেশ।