মাধুরী দীক্ষিত। বলিউডের সর্বকালের মানস দেবীদের একজন। বিয়ের পর ক্যারিয়ারের রাশ টানলেও কখনই ছেড়ে যাননি তিনি। সংসার সামলে আবারো ব্যস্ত হয়েছেন অভিনয়ে। মাধুরীকে এখন বড় পর্দার নায়িকা হিসাবে দেখা না গেলেও, মাননসই চরিত্রে তিনি এখনও সেই আগের মতোই দিল ধক ধক করা গ্লামারাস। তার রূপের জৌলুসে কোন কমতি নেই। রিল লাইফ থেকে রিয়েল লাইফ- সব খানেই দ্যুতিময় মাধুরীকে এবার এক অন্য ধরনের চরিত্রে হাজির হচ্ছেন। পর্দায় এবার তিনি প্রেম করবেন এক নারীর সঙ্গে। সব গতানুগতিক চরিত্র ছেড়ে দিয়ে এবার এই প্রথম একজন সমকামীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি সামনে এসেছে মাধুরীর আগামী ছবি মাজা মা’র ফার্স্ট লুক। আনন্দ তিওয়ারি পরিচালিত এই সিনেমায় সমকামী নারীর চরিত্রে দেখা যাবে বলিউডের সেই চন্দ্রমুখীকে। এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। ‘মাজা মা’ হলো একটি মরাঠি ভাষার ছবি। রটনা, অভিনেত্রীকে এই চরিত্রে রাজি করা মোটেও সহজ ছিল না। পরে চিত্রনাট্য তার মতো করে লেখায় রাজি হয়ে যান মাধুরী। তবে এনিয়ে বা সিনেমার পটভূমি নিয়ে এখনও মুখ খুলেননি মাধুরী ও পরিচালক তিওয়ারির কেউ। তবে যতদূর জানা গেছে এটি একটি পারিবারিক আবহের সিনেমাই। ছবিতে মাধুরী ছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে গজরাজ রাও, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, মলহার ঠাকুর, রজিত কাপুর, সিমোন সিং এবং বাঙালি অভিনেতা ঋত্বিক ভৌমিককে। আমাজন প্রাইমে ছবিটি দেখা যাবে। তবে কবে থেকে সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। শোনা গেছে কমেডির মোড়কে সাজানো ছবির কাহিনী ঘুরবে মাধুরীকে ঘিরেই। ছবিতে মাধুরীর চরিত্রের সমকামী হওয়াকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত হবে। তা সমাধানের উপায় খুঁজতে চরিত্রদের বেশ বেগ পেতে হবে বলেই খবর আছে টিনশেল টাউনে।
এবার সমকামীর চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত
প্রকাশ : May 19, 20223:44 pm
