সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
Menu

এবার আশিক আরজুর মডেল হলেন সানাই মাহবুব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 30, 20215:37 pm

এএ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে আশিক আরজুর নতুন মিউজিক ভিডিও ‘ললিপপ’। এতে আরজুর বিপরীতে মডেল হিসেবে অভিনয় করেছেন সানাই মাহবুব।

গানটির গীতিকার সুদীপ কুমার দ্বীপ, সুরকার ও শামীম মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন মায়া মনি। সঙ্গীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন আসিফ ও মুন্না এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজ।
আনোয়ার সিরাজী বলেন, আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ২৭ নভেম্বর রাজমোহন, নিউ মডেল টাউনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।
মডেল আশিক আরজু বলেন, “দেশলাই” পরে সানাই মাহবুবের সাথে দ্বিতীয় কাজ এটি। আবারও দু’জনে সুন্দর একটি কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো।

আজাদ ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমার বিগত গান গুলো দর্শকরা ভালো ভাবে নিয়েছিলো , এই চিন্তা ধারাতে এবারের গানটিতে ও ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করেছি। ‘ললিপপ’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পারবেন।

নির্মাতা জানালেন, গানটি শিগগির প্রকাশ পাবে এ এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
ইসলামের ছায়াতলে শান্তি খুঁজে পেতে আচমকাই বিনোদনের জগৎ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী সানাই মাহবুব। এছাড়া বাকি জীবন ইসলামের পথেই যাতে চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। সম্প্রতি হিজাব পরিহিত অবস্থায় উপস্থিত হয়ে এক ভিডিওবার্তায় এসব কথা জানান সানাই নিজেই।

ভিডিওবার্তায় সানাই মাহবুব বলেন, “ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।”

ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন সেজন্য সবার কাছে দোয়াপ্রার্থী সানাই মাহবুব। সেই সঙ্গে কারো কাছে তার কোনো ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলার অনুরোধও সেই ভিডিওবার্তায় জানান তিনি।