করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও সমামানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। রোববার (৫ জুন) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় তিনি আরও জানান, স্কুল পর্যায়ে যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় সেভাবেই এবছরও এই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না। উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০১০ সালে চালু হওয়া এ পাবলিক পরিক্ষাগুলো সাধারণত প্রতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে।
এবছরও হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা
প্রকাশ : June 5, 20226:04 am
