রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন
Menu

এক রাত হাজতে কাটানোর পরের দিন হাজী সেলিম হাসপাতালে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 23, 202212:20 pm

দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর এক দিন পর ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ মে) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান জানান, সকাল ৯টায় অ্যাম্বুলেন্সে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ-তে আনা হয়। তিনি বলেন, হাজী সেলিম হৃদরোগে ভুগছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। এর আগে রবিবার (২২ মে) বেলা তিনটার দিকে হাজী সেলিম নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে হাজী সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়।