দুই জনই সুপারস্টার। তবে একসঙ্গে এতদিন কাজ করা হয়নি অভিনেতা শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানির। গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, ‘পিকে’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘সঞ্জু’খ্যাত নির্মাতা হিরানির ছবিতে দেখা যাবে শাহরুখকে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকে। পর্দায় শাহরুখ-তাপসী জুটিকেও প্রথমবারের মতো দেখবে দর্শক। ছবির ঘোষণা দেওয়া হয়েছে একটি ভিডিও পোস্ট করে। এতে শাহরুখ ও হিরানি দু’জনকেই দেখা গেছে। হিরানি জানিয়েছেন, ছবিতে কমেডি, ইমোশন, রোমান্স থাকবে। ছবির নাম ‘ডানকি’। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২২ ডিসেম্বর। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান পতন দেখেছেন শাহরুখ। তার শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ‘জিরো’ নামের সেই ছবি বক্স অফিসে ভালো করতে পারেনি। এরপর দীর্ঘ সময় ধরে পর্দায় অনুপস্থিত শাহরুখ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পর ‘পাঠান’সহ একাধিক ছবির কাজ শুরু করেছেন তিনি। শাহরুখ টুইট করে হিরানির উদ্দেশে বলেছেন, ‘আপনি তো আমার সান্তা ক্লজ হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি শুরু করে দেন, আমি সময় মতো সেটে পৌঁছে যাবো। আসলে আমি তো সেটেই থাকা শুরু করে দিবো! আপনার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি।
একসঙ্গে ছবি করার ঘোষণা শাহরুখ-হিরানির
প্রকাশ : April 20, 20222:08 pm
