প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রোববার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ফ্যাশন শোতে অংশ নেন এ অভিনেত্রী। ফ্যাশন শোতে পারফর্ম করেছেন দিঘী। আর শুরু হয় দেশীয় পোশাক দিয়ে। এরপর র্যাম্পে হাঁটলেন এ অভিনেত্রী।
দিঘী বলেছিলেন, ‘প্রথমবার র্যাম্পে হাঁটব। বিশেষ অনুরোধে র্যাম্পে হাঁটা। প্রথম জিনিসটি ঘটে যা কিছু ঘটার আগে নিজের মধ্যে একটি অতিরিক্ত উত্তেজনা তৈরি হয়। তাই থ্রিলটা বেশি কাজ করছে। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন অপু বিশ্বাস দিদি ও তাহসান ভাই। তাদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারি। ভাল লাগছে. আমরা আশা করি দর্শকদের ভালো লাগবে। ‘
যেখানে একটি সিনেমা মুক্তি পেতে অনেক নতুনের বেগ পেতে হয়, সেখানে অভিষেকেই জোড়া সিনেমা মুক্তি পাচ্ছে দীঘির।
একটি শান্ত খানের বিপরীতে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’, অন্যটি আসিফ ইমরোজের সঙ্গে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’।
দীঘি বলেন, সচরাচর অভিষেকে একসঙ্গে দুই সিনেমা খুব কম নায়িকার মুক্তি পায়। অনেক বড় নায়কদেরও তেমন হয় না। আমার যদি হয় এজন্য আমি নিজেকে যথেষ্ট লাকি মনে করবো। আগামীর পথচলা যেন আরও মসৃণ হয় সেই দায়িত্ব নিয়ে কাজ করবো।
এদিকে, শুটিংয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে দীঘি পেয়েছেন কাজের সুযোগ। তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। মুম্বাই থেকে প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। মার্চের শেষে যোগ দেবেন বাকি অংশের শুটিংয়ে।
দীঘি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য বাঘা বাঘা শিল্পীরাও অডিশন দিয়েছেন। কিন্তু সুযোগ পেয়েছেন কয়েকজন। আমি যখন অডিশন দেই তখনও সিনেমায় কামব্যাক করিনি। আমার যোগ্যতা বিচার করেই কর্তৃপক্ষ নির্বাচন করেছেন। এটা অনেক বড় প্রাপ্তি মনে করি।
যোগ করে তিনি আরও বলেন, এ সিনেমা দিয়ে তারকা হতে পারবো না, তবে ইতিহাসের পাতায় আমার নাম থাকবে। জানিনা আমি অভিনয় দিয়ে কতটুকু সমৃদ্ধি করতে পারবো, তবে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না।