দেশের বিনোদন জগতে পরিচিত দুই মুখ পূর্ণিমা ও মিথিলা। এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করছেন তারা। সম্প্রতি, প্রথম আলো অনলাইনের হাতিল নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি ছিলেন মিথিলা।
এ উপলক্ষে তিনি পূর্ণিমার মুখোমুখি হন। তাদের আলাপচারিতায় জানা গেল, এই প্রথম কোনো অনুষ্ঠানে দুজনের দেখা হয়েছে। অনুষ্ঠানে মিথিলাকে অনেক প্রশ্ন করতে পেরে খুশি পূর্ণিমা। অন্যদিকে ‘নার্ভাস গেস্ট’ ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
কি নিয়ে মিথিলার ব্যস্ততা? অনুষ্ঠানের শুরুতে মিথিলা পূর্ণিমাকে বলেন, “আমার অনেক কাজ আছে। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব বুঝতে পারছি না।’
তারপর এক এক করে বলতে থাকে মিথিলার কাজ।
মিথিলা বলেন, ‘আমার একটা চাকরি আছে ফুলটাইম। এটা নিয়েই আমি দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকি। আমি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান।
আমি ১৩ বছরেরও বেশি সময় ধরে ব্র্যাকের একজন উন্নয়নকর্মী। এই ১৩ বছরে আমি কখনই বলতে পারিনি আমার চাকরি নেই। কিছুদিনের মধ্যেই কাজের জন্য আফ্রিকা যাব। আমি দুই সপ্তাহ থাকব।
এছাড়া সরকারি প্রযোজিত ছবি ‘জ্বলে জ্বলে তারা’র কাজ শেষ করেছি। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এরপর আফ্রিকা থেকে ফিরে ‘জ্বলে জ্বলে তারা’ ছবির ডাবিং করব।
কলকাতায় চাকরির কথা আছে। শুটিং শুরু হতে পারে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’-এর ডাবিং এখনও বাকি। একই সাথে বাড়িতে আমার আট বছরের মেয়ে আয়রা আছে। এসব নিয়েই ব্যস্ত আছি। তাছাড়া আমি পিএইচডি করছি। এ বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করতে হবে।
বাংলাদেশের তারকাদের নিয়েই প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চ তারকা’ যারা দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়েছেন বা ছড়িয়ে দিচ্ছেন তাদের গৌরব। হাতিল নিবেদিত অনুষ্ঠানটি প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলারা হানিফ পূর্ণিমা।