ঈদকে ঘিরে সবচেয়ে বড় আয়োজন থাকে টিভি ও ইউটিউব চ্যানেলগুলোতে। এরমধ্যে প্রভাব বিস্তার করে নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। টিভি চ্যানেলগুলোর সূত্র ধরে ঈদের দ্বিতীয় দিনের (৪ মে) উল্লেখযোগ্য কাজগুলোর শিরোনাম-পরিচয়-প্রচার সময় তুলে ধরা হলো
চ্যানেল আই: টেলিছবি ‘চম্পা হাউজ’। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটক ‘প্রশ্রয়’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। রচনা রুম্মান রশীদ খান, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে মেহজাবীন ও জোভান। নাটক ‘শুরুটা সুন্দর’। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ ও মিলি বাশার।
একুশে টেলিভিশন: নাটক ‘লাভ জার্নি’। প্রচার হবে রাত ৮টায়। রচনা সেজান নূর, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া ও মেঘলা। নাটক ‘সিরিয়াস কোনো ব্যাপার না’। প্রচার হবে রাত ১০টায়। রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। নাটক ‘লতিফ ভিলেনের বিবাহ’। প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। পরিচালনা শৌর্যদীপ্ত। অভিনয়ে আ খ ম হাসান ও মিহি আহসান।
এনটিভি: নাটক ‘রুনু ভাই’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। পরিচালনা শিহাব শাহীন ও রচনা মেজবাহ উদ্দিন সুমন। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। নাটক ‘আমি তুমি আর একটি শবদেহ’। প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন। নাটক ‘অ্যালগরিদম’। প্রচার হবে রাত ১১টা ৫ মিনিটে। রচনা ও পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে তাহসান ও স্পর্শিয়া।
আরটিভি: নাটক ‘ঘোড়ার ডিমের বিয়ে’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। রচনা ও পরিচালনা মারুফ হোসেন সজিব। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল। নাটক ‘নো লাই’। প্রচার হবে রাত ৮টায়। রচনা জোবায়ের আহসান, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে তাহসান ও তানজিন তিশা। নাটক ‘রুমমেট’। প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নূর ও চুমকি। নাটক ‘ঘুণ’। প্রচার হবে রাত ১১টা ০৫ মিনিটে। রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন, খায়রুল বাশার ও নাজিবা বাশার।
এটিএন বাংলা: নাটক ‘স্পাই লাভ’। প্রচার হবে সকাল ৯টায়। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। নাটক ‘সুইট কাপল’। প্রচার হবে সন্ধ্যা ৬টায়। পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে মুশফিক ফারহান ও কেয়া পায়েল। নাটক ‘বিষ নিঃশ্বাস’। প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। পরিচালনা তানিম রহমান অংশু। অভিনয়ে তাহসান ও মিম। নাটক ‘মিশন ফেইল’। প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা পাপ্পু রাজ, পরিচালনা ওসমান মিরাজ। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।
মাছরাঙা টেলিভিশন: নাটক ‘ঘুণপোকার গল্প’। প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা অমিতাভ রানা ও সুব্রত মিত্র। অভিনয়ে ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম ও ইন্তেখাব দিনার।
এছারাও বাকী সব কটি টেলিভিশনেই রয়েছে ঈদের নাটক ও সিনেমা।