শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
Menu

ইতালিতে দুই সামরিক বিমানের সংঘর্ষে ২ পাইলট নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 8, 20233:29 pm

ইতালিয়ান বিমানবাহিনীর দুইটি উড়োজাহাজের মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ২ পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) রোমের উত্তর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী জানান, মঙ্গলবার রোমের উত্তর-পশ্চিমে প্রশিক্ষণ মহড়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন। বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২ পাইলট ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে এবং তারা একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। প্রশিক্ষণের সময় গুইদোনিয়ার কাছে এ দুর্ঘটনায় বিমান বাহিনীর ২ পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিহত পাইলটদের পরিবার ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। জানা গেছে, ইউ-২০৮ একটি হালকা এক ইঞ্জিনের উড়োজাহাজ। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এই উড়োজাহাজের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।

সুত্রঃএএফপি