সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
Menu

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩, পালিয়েছে ১০৮ বন্দি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 10, 20227:02 pm

ইকুয়েডরের একটি কারাগারে সোমবারের দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত দুইটি গ্যাং নিজদের মধ্যে সংঘর্ষে জড়ালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের সন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী কুইটো থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে দেশটির চতুর্থ বৃহত্তম শহর সান্তো ডোমিঙ্গোর একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাং ‘লস লোবোস’ এবং ‘আর সেভেন’ এর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।কর্তৃপক্ষ বলছে, ইকুয়েডরে গ্যাং কেন্দ্রিক সহিংসতার ক্ষেত্রে সম্প্রতি ইতিহাসের সবচেয়ে মারাত্মক দাঙ্গা এটি। আর স্থানীয় পুলিশ প্রধান জানান, দাঙ্গার সময় মোট ১০৮ জন বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে এবং তাদের খুঁজতে কাজ করছে পুলিশ। এ সময় আরও শতাধিক বন্দি পালানোর চেষ্টা করে। তিনি আরও জানান, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। পালাতকদের দ্রুত আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এছাড়া এ দাঙ্গার মূল কারণ খুঁজতে তদন্ত চলমান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, নিহতদের ছুরি ও অন্যান্য উন্নত অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার কারাগারের আঙিনায় রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, এটি “গ্যাং সহিংসতা যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক । ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ছয়টি পৃথক দাঙ্গায় দেশটিতে প্রায় ৪০০ বন্দি নিহত হয়েছে।